নোয়াখালীতে সুলভমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু

0

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও প্রধানমন্ত্রীর উপহার মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার স্লোগানে নোয়াখালীতে সুলভমূল্যে গরুর মাংস, মুরগির ডিম ও দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগেেএ কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে নোয়াখালী পৌরসভার সহায়তায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জানান, এই কার্যক্রম ঈদের আগের দিন পযর্ন্ত চলবে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জেলা প্রশাসন, পৌরসভার উদ্যোগে খামারিদের মাধ্যমে এই কার্যক্রম চলবে। তবে কয়েকজন সাধারণ মানুষের বক্তব্য বাজার মনিটরিং ব্যবস্থা যদি আরও বেশি জোরদার করা হয়, তাহলে সকল শ্রেণির পেশার মানুষ বাজার থেকে এগুলো সুলভমূল্যে কিনতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here