নতুন যে তিন এআই সুবিধা আসছে ইউটিউবে

0

অনলাইন ভিডিও শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইউটিউবে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন তিনটি সুবিধা। মূলত ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে এসব সুবিধা চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এর ফলে বড় আকারের ভিডিওর উল্লেখযোগ্য অংশ দ্রুত দেখার পাশাপাশি সহজে মন্তব্য নিয়ন্ত্রণ এবং শিক্ষামূলক ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। সুবিধাগুলো হল-

ভিডিওর উল্লেখযোগ্য অংশ দেখা

মন্তব্য নিয়ন্ত্রণ

অনেক সময়ই ভিডিওতে অসংখ্য মন্তব্য জমা হয়। তবে সময়ের অভাবে সব মন্তব্য পড়ার সুযোগ হয় না। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ইউটিউব ভিডিওতে থাকা মন্তব্য ‘টপিক’ ও ‘নিউয়েস্ট’ এই দুটি বাটনের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। টপিক অপশন ট্যাপ করলে ভিডিওতে থাকা মন্তব্যের ধরন অনুসারে কয়েকটি ভাগে মন্তব্য দেখা যাবে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত আকারে প্রদর্শনও করবে এআই।

শিক্ষামূলক ভিডিওর বিস্তারিত তথ্য জানা

নতুন এ সুবিধা চালু হলে ইউটিউবের শিক্ষামূলক ভিডিওর নিচে ‘আসক’ নামের একটি ট্যাব দেখা যাবে। সেখানে ট্যাপ করলে সেই ভিডিওতে থাকা বিভিন্ন তথ্যের বিস্তারিত জানার পাশাপাশি বিভিন্ন কুইজে অংশ নেওয়া যাবে। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ইউটিউব ব্যবহারকারীরা পরীক্ষামূলক সুবিধাটি ব্যবহার করতে পারছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here