দুর্বার গণআন্দোলনে আওয়ামী সরকারের পতন হবে : আব্দুস সালাম

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, দুর্বার গণআন্দোলনেই আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনের ডাক আসা মাত্র রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। 

সোমবার বিকেলে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী সরকারের পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা মহানগরীর নেতাকর্মীরা প্রস্তত রয়েছে। বিএনপিকে ছাড়া দেশে কোন নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। 

সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীরা জনগণের সাথে রয়েছে, জনগণকে সাথে নিয়েই রাজপথে লড়াই করেই বিএনপির বিজয় হবে এবং এ বিজয় হবে গণতন্ত্রের। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, চলমান আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তত রয়েছে। জনগণকে সাথে নিয়েই হবে এ আন্দোলন।  

আরও বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের মোস্তাফিজুল করিম, ছাত্রদলের রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, তানভীর আহমেদ রবীন, মনির হোসেন চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মকবুল হোসেন সরদার, মহানগর সদস্য শহিদুল ইসলাম বাবুল, হাজী মো. নাজিম, এম এ হান্নান, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ।

বিডি-প্রতিনি/বাজিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here