দুই সপ্তাহে গাজায় চারশ’র বেশি ত্রাণপ্রার্থীকে হত্যা করেছে ইসরায়েল

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই সপ্তাহে চালানো ইসরায়েলি হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। এর মধ্যে গতকালও রমজানের দ্বিতীয় দিনে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দখলদাররা।

এর আগে গত সপ্তাহে গাজা শহরের আল-রাশিদ স্ট্রিটে একটি ত্রাণবাহী গাড়ি থামতে দেখে সেখানে জড়ো হতে থাকে হাজারো ক্ষুধার্ত মানুষ। তাদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। সেখানেও ট্যাঙ্ক নিয়ে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই এক হামলাতেই প্রাণ হারায় শতাধিক ফিলিস্তিনি।

জাতিসংঘের হিসেব বলছে, গত ৭ অক্টোবর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ১৫৯ দিনের এ নির্বিচার হামলা আর অভিযানে অবরুদ্ধ উপত্যকাটির ৮০ শতাংশই এখন বসবাসের অযোগ্য। যেখানে ক্ষুধার হার ১০০ শতাংশে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here