দিনাজপুরে ভোটগ্রহণ পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

0

দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী সহিংসতায় মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসদস্যসহ আহত হয়েছে আরো ৭ জন।

রবিবার রাত ৯টার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং এটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিন কর্ম দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থমথম ভাব বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও মোতায়ন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here