দক্ষিণী সিনেমায় কারিনা, জুটি বাঁধবেন যশের সঙ্গে

0

বলিপাড়ায় জোর গুঞ্জন! দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। বিপরীতে রয়েছেন কেজিএফ তারকা যশ। শুধু তাই নয়, দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবং শ্রুতি হাসানও থাকছেন এই নায়কের বিপরীতে। ছবির নাম “টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ”!

যদিও ছবির নির্মাতারা অনুরাগীদের জল্পনা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের মতে, ছবির কাস্টিং নিয়ে অনেক অপ্রমাণিত তত্ত্ব এবং তথ্য রয়েছে। নির্মাতাদের কথায়, “টক্সিক” ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনায় আমরা আনন্দিত। কিন্তু এই মুহুর্তে আমরা সবাইকে অনুমান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। কাস্টিং প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আমরা অনবদ্য একটা টিম পেয়েছি। এই গল্পটিকে সফল করার প্রস্তুতি নিচ্ছি। সবাইকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে একটি ভিডিওসহ ছবির শিরোনাম ঘোষণা করে যশ লিখেছিলেন, “আপনি যা খুঁজছেন তা আপনাকে খুঁজছে”- রুমি এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ #টক্সিক।” 

ভিডিওতে টুপি এবং মুখে সিগার ধরা একটি ছবি ছিল। যা দেখে অনেকেই মনে করছেন নতুন প্রোজেক্টের আভাস। উল্লেখ্য, কেজিএফ’র সাফল্যের পর এই অভিনেতাকে ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। সকলেই মুখিয়ে রয়েছেন “টক্সিক”র জন্য।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here