থানা থেকে ছাড়াতে ঘুষ নিলেন ইউপি সদস্য, পরে দিলেন ফেরত

0

টাঙ্গাইলের সখীপুরে ঘুষের টাকা ফেরত দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার বহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘুষের ৪৫ হাজার টাকা ফেরত দেয়ার কথা নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সকালে বহুরিয়া গ্রামের সবুজ মিয়া ও সোবহান আলী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আসে। এ সময় তাদের গতিবিধি রহস্যজনক মনে হলে ওই দুইজনকে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় তাদের পরিচয় জানার জন্য স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়। পরে ইউপি সদস্য থানায় এসে তাদের ছাড়ানোর জন্য মোটা অংকের ঘুষ দাবি করে। পরে তারা ইউপি সদস্য হেলাল উদ্দিন ও মাসুদ রানা নামের এক যুবককে ৪৫ হাজার টাকা ঘুষ দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে মঙ্গলবার দুপুরে ঘুষের সেই টাকা ফেরত দেন ওই ইউপি সদস্য।

ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, এ নিয়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। তবে ঘটনাটি সমাধান হয়েছে। তারপরেও একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। যেহেতু আমার নাম এসেছে এতে কিছুই বলার নেই। তবে আমি এ ঘটনার সাথে জড়িত নই।

সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, সন্দেহ হওয়ায় ওই দুই ব্যক্তিকে ধরে থানায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পরে শুনতে পারি ওই দুইজনের কাছ থেকে পুলিশের কথা বলে ৪৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছিল। পরে দুই পক্ষকে থানায় এনে ঘুষের সেই ৪৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here