ট্রেনের ৩৩ হাজার টিকিট পেতে দেড় কোটিবার চেষ্টা

0

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার আগামী ৭ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। এদিন ৭ এপ্রিলের টিকিট পেতে ৩২ হাজার ৫৯১টি টিকিটের জন্য দেড় কোটি বার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার পিক আওয়ারে চেষ্টা হয়েছে ৮২ লাখ বার। আর দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিট ছাড়ার পিক আওয়ারে ৭৪ লাখ বার চেষ্টা করেছেন যাত্রীরা।

এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এ অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে।

এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদ যাত্রা সুস্থতা রাখার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here