ট্রুকলার থেকে ফোন নম্বর ডিলিট করবেন যেভাবে

0

অপরিচিত নম্বর থেকে ফোন আসলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। এক্ষেত্রে সেই নম্বরগুলো শনাক্ত করা যায়। তবে গোপনীয়তা সংক্রান্ত কারণে অনেকেই নিজের ট্রুকলার অ্যাকাউন্ট নিয়ে উদ্বিগ্ন থাকেন। অপরিচিতদের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না। তবে চাইলে ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

আইফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

> ফোনে প্রথমে ট্রুকলার  অ্যাপ খুলতে হবে।
> একেবারে উপরের ডান দিকের কোণে গিয়ার আইকনের উপর ট্যাপ করতে হবে।
> অ্যাবাউট  ট্রুকলারে ক্লিক করতে হবে।
> এরার স্ক্রল করে নিচে নেমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে।
> স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

ট্রুকলার থেকে ফোন নম্বর ডিলিট করবেন যেভাবে

> প্রথমে অফিসিয়াল ট্রুকলার ওয়েবসাইটে যেতে হবে।
> ট্রুকলারে গিয়ে ফোন নম্বর পেজ আনলিস্ট করতে হবে।
> কান্ট্রি কোডসহ নিজের ফোন নম্বর দিতে হবে।
> যে কারণে নিজের অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন, তার ব্যাখ্যা দিয়ে অপশনের উপর ক্লিক করতে হবে।
> এবার ক্যাপচা কোড দিতে হবে।
> প্রাপ্ত অপশন থেকে উনলিস্টের উপর ক্লিক করতে হবে।
> এভাবে সহজেই ট্রুকলার থেকে অ্যাকাউন্ট এবং দনিজের ফোন নম্বর ডিলিট করা সম্ভব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here