টরন্টোয় শিশুদের রং তুলিতে এক টুকরো বাংলাদেশ

0

কানাডার স্থানীয় সময় ২৫ ফেব্রুয়ারি রবিবার টরন্টোয় বাঙালি শিশুরা তুলি আর রং পেন্সিলের আঁচড়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ আর মহান ভাষা আন্দোলনকে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি এক চিত্রাঙ্কন এর আয়োজন করে বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস)। টরন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থের রেডহট তন্দুরী মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে ৩০ জন শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস আয়োজিত এ অনুষ্ঠান দেখতে আসেন এমপিপি ডলি বেগম, এমপিপি মেরি মার্গারেট, টরন্টো সিটি কাউন্সেলর ব্র্যাড ব্রেডফোর্ড, সাংবাদিক শওগাত আলি সাগর, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ প্রমুখ। কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যাক লোক পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন অনুষ্ঠানের উদ্দেশ্য ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিআইইএস এর প্রেসিডেন্ট মো. আলমগীর কবির, সংগঠনের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন, পরিচালক মোস্তফা আকন্দ, কাউন্সেলর ব্র্যাড ব্রেডফোর্ড, সাংবাদিক শওগাত আলি সাগর, আসমা আহমেদ, এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন শিশু চিত্রশিল্পী ও তাদের অভিভাবকগণ। 

আলোচনায় বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি বাঙালির ইতিহাস জানতেও কানাডায় প্রবাসী বাংলাদেশী শিশুদের উদ্বুদ্ধ করবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস প্রতিবছর শিশুদের চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন ইতোমধ্যে কানাডায় বেশ সাড়া জাগিয়েছে। বিআইইএস তাদের এ আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here