ঈদ উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে মেহেদি রাঙানোর এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ফুটপাথের দু’ধারে ছোট-বড় টেবিল সাজিয়ে কাপড়ের দোকানের পাশাপাশি তরুণ-তরুণীরা বসেছে মেহেদি রাঙাতে।
মেহেদি রঙে শোভা পাচ্ছে হাত থেকে কনুই পর্যন্ত হরেক রকমের ডিজাইন। আর এ ডিজাইন করতে সহায়তা নেওয়া হচ্ছে গুগলে গিয়ে। আইফোনে হরেক রকমের ডিজাইন থেকে মেহেদি রাঙাতে আসা তরুণীদের পছন্দের ডিজাইন করা হচ্ছে। এজন্য নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফি। ২৫ ডলার থেকে ৭০ ডলার পর্যন্ত।