জাপানের স্পেস ওয়ানের রকেট বিস্ফোরিত, মহাকাশ মিশন ব্যর্থ

0

জাপানের পশ্চিমাঞ্চলীয় কিই উপদ্বীপের পাহাড়ি প্রান্ত থেকে উৎক্ষেপণের পরপর দেশটির স্পেস ওয়ানের কায়রোস রকেট বিস্ফোরিত হয়েছে। কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর জন্য দেশের প্রথম সংস্থা হওয়ার লক্ষ্য নিয়েছিল কোম্পানিটি।

দ্য সান জানিয়েছে, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যে ৫৯ ফুট লম্বা স্পেস ওয়ানের রকেটটি বিধ্বস্ত হয়। পাহাড়ের উপরে বিশাল ধোঁয়া এবং আগুনের ধ্বংসাবশেষ পড়ে।

কোম্পানির প্রেসিডেন্ট মাসাকাজু টয়োডা বলেন, মিশন অর্জন কঠিন হবে ভেবে রকেটটি ফ্লাইটটি বন্ধ করে দেয়।

স্পেস ওয়ানের প্রজেক্টাইলটি স্বয়ংক্রিয়ভাবে ধ্বংসের জন্য প্রোগ্রাম করা ছিল। ফ্লাইটের পথ, গতি বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি শনাক্ত হলে সম্ভাব্যভাবে দুর্ঘটনার কারণ হতে পারে কিংবা মাটিতে মানুষকে বিপন্ন করতে পারে এমন মনে করলে এটি নিজ থেকে ধ্বংস করার জন্য প্রোগ্রাম করা ছিল।

তবে রকেটের স্বয়ংক্রিয় ব্যবস্থায় কী ত্রুটি ধরা পড়েছে, যার কারণে এটি বিস্ফোরিত হয়েছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here