চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে একটি টানেলের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ৩৭ জন। খবর সিসিটিভির।
গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, হুবেই এক্সপ্রেসওয়েতে দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।