অ্যাপেল আইপ্যাড প্রোর ডিসপ্লেতে আসছে নতুন চমক

0

অ্যাপলের নতুন ট্যাবগুলোতে ওলেড ডিসপ্লে ব্যবহারের ক্ষেত্রে আরও সক্রিয় হয়েছে। যার ফলে মার্কেটে রিসার্চ ওলেড যুক্ত আইপ্যাড প্রোর সরবরাহের পরিমাণ শুধুমাত্র এ বছরেই ৯ মিলিয়ন বা ৯০ লাখ ছাড়িয়েছে।

স্যামসাং এবং এলজি নতুন আইপ্যাড প্রো মডেলের জন্য এই ডিসপ্লেগুলো তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। যা এপ্রিল এবং জুন মাসে বাজারে আসতে পারে। এছাড়াও আগামী ২০২৮ সালে লঞ্চ হতে যাওয়া আইপ্যাড এয়ার মডেল সিঙ্গেল-লেয়ার ওলেড ব্যবহার করবে, যেখানে আইপ্যাড প্রোর ডাবল-লেয়ার সংস্করণ থাকবে।

ভিজ্যুয়াল আপগ্রেডের ক্ষেত্রে ট্যাবলেটগুলোর পাশাপাশি অ্যাপলের ম্যাকবুক সিরিজের ল্যাপটপগুলোতেও পরিবর্তন আনা হবে। আর যেহেতু ডিসপ্লেগুলো এলসিডি ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম এবং সক্ষম হবে, তাই ওলেড স্ক্রিন যুক্ত ল্যাপটপের চাহিদাও বাড়তে পারে। অ্যাপলের শক্তিশালী ট্যাবলেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে অন্যান্য নির্মাতারাও তাদের ট্যাবের জন্য ওলেড প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here