গেইলকে হটিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চার্লসের

0

সেঞ্চুরিয়ানে রবিবার (২৬ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ২৫৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই লক্ষ্য প্রোটিয়ারা টপকে ৭ বল হাতে রেখে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি রান তাড়ায় বিশ্ব রেকর্ড। ৬ উইকেটের জয় তুলে নিয়ে তারা গড়েছে বিশ্ব রেকর্ড। শুধু রান তাড়ার দিক থেকেই নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৭ ছক্কাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড। রেকর্ড গড়া জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।

এদিন, দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে শতক পূরণ করেন জনসন চার্লস। সেইসঙ্গে উইন্ডিজের টি-টোয়েন্টির ইতিহাসে  দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ব্যাটার। ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলকে হটিয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন চার্লস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। 

এইডেন মারক্রামের টানা তিন বলে মারেন দুই ছক্কা ও একটি চার। শামসিকে পরের ওভারে হাঁকান টানা দুই ছক্কা। ৯৪ থেকে সিসান্ডা মাগালাকে ছক্কায় উড়িয়ে পা রাখেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান পরের ওভারে ইয়ানসেনের টানা তিন বলে দুই ছক্কা ও একটি চারের পর বোল্ড হয়ে যান শেষ বলে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here