গৃহবধূর স্যালোয়ারে ইয়াবা, অতঃপর…

0

নোয়াখালী পৌরসভার মাস্টারপাড়া থেকে পরনের স্যালোয়ার থেকে ২০০ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার নাজমা আক্তার (৪০) নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ার সিরাজ মঞ্জিলের নুর নবীর স্ত্রী।  

এর আগে, গত বুধবার রাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ার সিরাজ মঞ্জিল থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতার নাজমা নোয়াখালী পৌরসভার মাষ্টার পাড়ার সিরাজ মঞ্জিলে ভাড়া থাকত। ওই ভাড়া বাসা থেকে সে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে নাজমা তার পরিহিত স্যালোয়ারের ডান কোচের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা বের করে দেন।   

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।   তার মাসহ পরিবারের অনেকেই এই ব্যবসার সাথে জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here