গুরুতর গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক

0

মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাহিরু থিরিমান্নে। লঙ্কান সাবেক এই অধিনায়ককে নেওয়া হয়েছে আনুরাধাপুরা টিচিং হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তার।

থিরিমান্নের আঘাতের ধরন কিংবা তীব্রতা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া থিরিমান্নে চলমান লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন। দুর্ঘটনার বিষয়ে দলটি জানিয়েছে- নিরাপদে আছেন থিরিমান্নে ও তার পরিবার।

২০১০ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখা থিরিমান্নে লঙ্কানদের হয়ে মোট ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেন। জাতীয় দলের হয়ে ৭ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে তার মোট রান ৫ হাজার ৫৭৩। তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ ছিলেন তিনি। ২০১৪ সালে পান এই সংস্করণে বৈশ্বিক আসর জয়ের স্বাদ। দুইটি ওয়ানডে বিশ্বকাপও খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here