গাজীপুরের কালীগঞ্জে ১০০ নারী পেলেন প্রশিক্ষণ ভাতা

0

গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান মো. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রপাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, প্রশিক্ষক কর্মকর্তা রাকিব ভূঁইয়া, প্রশিক্ষক পেয়ারা বেগম শান্তা, সম্পা নন্দি, শারমিন বেগম, সাদিয়া আফরিন বৃষ্টি প্রমুখ।

জানা গেছে, ৪টি ক্যাটাগরিতে ১০০ প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন হারে ১১ লাখ ৩৭ হাজার ৯০০ টাকার ভাতার চেক বিতরণ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here