ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকার একটি টানেলে ইসরায়েলি বন্দিদের সঙ্গে দেখা করেছিলেন বলে একজন মুক্তিপ্রাপ্ত বন্দি তার পরিবারকে জানিয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যমগুলোতে খবরটি ছাপা হয়েছে।
তিনি নির্ভুল হিব্রু ভাষায় তাদেরকে বলেন, “হ্যালো, আমি ইয়াহিয়া সিনওয়ার। আপনারা গাজার সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছেন। আপনাদের কোনো ক্ষতি হবে না।”
ইসরায়েলি গণমাধ্যমে মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।
ইয়াহিয়া সিনওয়ার বর্তমানে গাজায় অবস্থানকারী সবচেয়ে সিনিয়র হামাস নেতা। তার নেতৃত্বেই এই প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রবাসী দফতরে দায়িত্ব পালন করছেন।
ইয়াহিয়া সিনওয়ারকে তিনবার ইসরায়েলি কারাগারে আটক থাকতে হয় এবং তিনি কারাবন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষা আয়ত্ব করেন। ইসরায়েলি বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা এই হামাস নেতাকে তারা কয়েকবার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। সর্বশেষ ২০১১ সালে গিলাদ শালিত নামের একজন ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে যে ১,১০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিলেন তাদের সঙ্গে মুক্তি পান সিনওয়ার। সে সময় ইসমাইল হানিয়া গাজায় হামাসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, ইসরায়েল হায়োম, আনাদোলু এজেন্সি