গাইবান্ধা শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী বারুনীর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা উপলক্ষে শনিবার পৌর শহরের ঘাঘট নদীর পাড়ে দিনব্যাপী মেলার আয়োজন করা হয় এবং হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়।
হিন্দু পুণ্যার্থী নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। প্রতিবছর ফাল্গুন মাসের শেষে ও চৈত্র মাসের প্রথমে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই ঘাঘট নদীর পাড়ে এই বারুনীর মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
এছাড়া শিশু-কিশোরদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন খেলারও আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করেন।