গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটে প্রার্থীরা

0

বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জের উপজেলার জিউধরা ও বারুইখালী ইউনয়নের বিভিন্ন ওয়ার্ডে দুটি পথসভার ও উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ করেন। একই আসনে তৃণমূল বিএনপি প্রার্থী লুৎফন নাহার রিক্তা বহরবুনিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। হোগলাপাশা ইউনিয়নে গণসংযোগ করেন লাঙ্গলের প্রার্থী সাজন কুমার মিস্ত্রী। সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. বদরুজ্জামান মোরেলগঞ্জ উপজলোর পুটিখালী ইউনিয়নে গণসংযোগ করেন। এনপিপি প্রার্থী মোহম্মদ লোকমান চিংড়াখালী ইউনিয়নে গণসংযোগ করেন। শরণখোলা উপজেলা সদর ও সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন বিএনএম প্রার্থী রেজাউল আসলাম রাজু। 

বাগেরহাট-১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলালের পক্ষে দলীয় নেতৃর্বৃন্দ ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পথসভা, উঠান বৈঠক ও লিফরেট বিতরন করে গণসংযোগ করেন। একই আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এইচ এম আতাউর রহমান মোল্লাাহাট উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে। তৃণমূল বিএনপি প্রার্থী মো. মাহফুজুর চিতলমারী উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। বিএনএম প্রার্থী মনজুর হোসেন শিকদার ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। লাঙ্গলের প্রার্থী মো. কামরুজ্জামান চিতলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এনপিপির প্রার্থী বাসুদেব গুহ ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। 

বাগেরহাট-৩ আসনের নৌকার প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার রামপালের ভোসপাতিয়া ইউনিয়নে দুটি পথসভা ও কয়েকটি উঠান বৈঠকসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। একই আসনের তৃণমূল বিএনপি প্রার্থী মেনোয়াল সরকার রামপাল উপজেলার বাশতলী ইউনিয়নে গণসংযোগ করেন। জাসদ প্রার্থী শেখ নূরুজ্জামান মাসুম রাজনগর ও উজলকুড় ইউনিয়নে গণসংযোগ করেন। জাপার প্রার্থী মো. মরিরুজ্জামান মনির গৌরম্ভা ইউনিয়নে গণসংযোগ করেন। বাংলাদেশ কগ্রেসের প্রার্থী মফিজুল ইসলাম গাজী হুড়কা ইউনিয়নে গণসংযোগ করেন। বিএনএম প্রার্থী সুব্রত মন্ডল মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে গণসংযোগ করেন। ঈগল প্রতীকের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার মোংলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে দুটি পথসভাসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here