পর পর তিনজন নারী খুন। প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তর খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা।
মঙ্গলবার প্রকাশিত হওয়া টিজারে এটুকু বিষয় উঠে এলো নতুন সিনেমা ‘এশা মার্ডার’ সিনেমার। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। টিজারে ‘এশা মার্ডার’ ছবির প্রধান কয়েকটি চরিত্রের চেহারা উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বাঁধন ছাড়াও আছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। তবে আড়ালে রাখা হয়েছে গল্পের ভিলেনকে। সেই চরিত্রে কে থাকছেন, তা-ও ছবির গল্পের মতোই রহস্যজনক।