কোথাও কোনো সংকট থাকবে না: নঈম নিজাম

0

আমরা ঐক্যবদ্ধভাবে নাঙ্গলকোটের উন্নয়ন করব। কোথাও কোনো সংকট থাকবে না। কোনো সিন্ডিকেট থাকবে না। প্রতিটি উন্নয়নের হিসাব থাকবে। বুধবার (৩ এপ্রিল) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে এমপিদের হস্তক্ষেপ চলবে না। নাঙ্গলকোটের জনগণকে বলতে চাই, আগামী ৮ মে অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here