আইপিএলে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই কলকাতায় হাজির শাহরুখ খান। শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছান বলিউড বাদশা। বিমানবন্দর থেকে সোজা চলে যান ইডেনে।
বিমানবন্দরে গাড়িতে ওঠার আগে অনুগামীদের দেখে উড়ন্ত চুমু ছুড়ে দেন শাহরুখ। ইডেনে পৌঁছেও কেকেআর সমর্থকদের উদ্দেশে বিলিয়ে দেন নিজের ভালবাসা।
এ বার কেকেআর দলে পাচ্ছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। দলে নেওয়া হয়েছে মিচেল স্টার্ককে। জেসন রয়ের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ফিল সল্টকে। নতুন উদ্যমে কেকেআরকে সাজাতে চেয়েছেন শাহরুখ।