কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান পদে সমান ভোট

0

কুষ্টিয়ার দৌলতপুরের রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারি করে মোঃ আব্দুল মান্নান বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সমান ভোট পাওয়া অপর প্রার্থী মোঃ ফারুক আলম লটারি প্রত্যাখ্যান করে স্বাক্ষর করেননি।

নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মান্নান বিশ্বাস ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোঃ ফারুক আলম সমান সংখ্যক ৬ হাজার ১শ ৩৩ ভোট পেয়েছেন। এ কারণে নির্বাচনি বিধি মোতাবেক শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লটারির আয়োজন করেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল। সে সময় জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহি অফিসার ওবায়দুল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী, তাদের সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল লিখিত ফলাফল ঘোষণায় উল্লেখ করেছেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪১ (৬) মোতাবেক ওই দুই প্রার্থীর মধ্যে লটারি করা হয়। এতে ঘোড়া প্রতীকের মো. আব্দুল মান্নান বিশ্বাসের নাম ওঠে। তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here