কুমিল্লায় পাসের হার ৭৮ দশমিক ৪২

0

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে। কম পাস করেছে মানবিকে। 

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী। 

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন। পাস করে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৭১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯৩ জন এবং মানবিকে ১৫৯ জন জিপিএ-৫ পেয়েছে। 

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। 

ড. আসাদুজ্জামান জানান, গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাস, অর্ধেক নম্বর ও কম বিষয়ের ওপর পরীক্ষা হয়েছিল। এবার সব বিষয়ের ওপর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়। তাই এবার ফেলের হার বেশি। গণিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। মানবিকে অন্যান্য বছরও ফেলের হার বেশি থাকে, এবারও ব্যতিক্রম হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here