কুমিরের হাত থেকে বেঁচে যাওয়া হুইটাল এবার চিতার আক্রমণে আহত

0

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল (৫১) চলতি সপ্তাহের শুরুতে চিতাবাঘের আক্রমণে মাথায় ও হাতে জখম হয়েছেন। এই সাবেক অলরাউন্ডার একরকম মৃত্যুর মুখ থেকেই ফিরেছেন। 

অস্ত্রোপচারের পর বর্তমানে সাবেক এই ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল। জানা যায়, হুইটালকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল পোষা কুকুর চিকারা। এটিও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে। 

হুইটাল জিম্বাবুয়ের হুমানিতে সাফারি ব্যবসা করেন। সেখানেই আক্রমণের শিকার হন তিনি। আক্রমণের পর তাকে আকাশপথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হারারেতে। সেখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

২০১৩ সালেও আরেকবার মরণের মুখ থেকে ফেরেন হুইটাল। সেবার সকালে উঠে বিছানার নিচে ৮ ফুট লম্বা আর ১৬৫ কেজি ওজনের একটি কুমির দেখতে পেয়েছিলেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here