কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

0

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বৃহস্পতিবার সকালে উপজেলায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে জাতির পিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ সাত্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, কালিয়াকৈর থানার ওসি অপারেশন যুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল প্রমুখ। আলোচনা শেষে ৭ মার্চের উপর শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here