কারিনার বিপরীতে ‘কেজিএফ’ খ্যাত ইয়াশ?

0

ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুরের ভাগ্যচক্র অনেকটা খুলে গেছে। গত বছরের ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সমালোচকদের পক্ষেও দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। তার পরই কারিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’র মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

এবার শোনা গেল, বিগ বাজেটের দক্ষিণী সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন কারিনা কাপুর।

বলিউডে দুই দশক কাটিয়ে ফেললেও তেইশ সাল অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই কারিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’। সিঙ্গেল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন কারিনা।

২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু ফ্লপ সেই সিনেমাতে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। তবে ২০২৩ সালে ‘জানে জান’র দৌলতে নজরকাড়া প্রত্যাবর্তন কারিনা কাপুরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here