এভাবে খেললে একটা জায়গায় যেতে পারবো: লিটন

0

পুরো সিরিজজুড়ে রান খরায় ভুগলেও একেবারে শেষ ম্যাচে এসে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও। দলও সফল হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই তাদের করেছে হোয়াইটওয়াশ।

এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুরো দল। লিটন দাস উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘তৃতীয় ওয়ানডে জেতার পর বিশ্বাস পেয়েছি যে এই ইংল্যান্ডকে হারানো যায়। আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটাররাও ভালো করছে। ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইডও আছে। জিতব কি না, এমন চিন্তা করার দরকার ছিল না আমাদের। যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতব, এই বিশ্বাস ছিল।’ 

এর আগে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে নিজের ইনিংস নিয়ে লিটন বলেছেন, ‘নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল। আমার কিছু সময় উইকেটে কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে, তাতে আমার চাপ কিছুটা কমেছে। আমিও ইনিংসটা সাজাতে পেরেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here