উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৩ বিএনপি নেতাকে শোকজ

0

দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিএনপি ও যুবদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় তিন নেতার কাছে। এরা হলেন ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ার জন্য তাদের ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। 

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু এরপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। এ ব্যাপারে বাবর আলী বিশ্বাস ও মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে শংকা থাকলেও তৃণমূল মানুষের চাপেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here