উত্তর কোরিয়া দু’টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে

0

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় মাপের এক যৌথ সামরিক মহড়া শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একটি সাবমেরিন থেকে দু’টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার ভোরে এ কথা জানিয়েছে। 

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, গতকাল রবিবার সকালে পূর্ব উপকূলীয় শহর সিনপোর দুরবর্তী সাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এই ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম  যৌথ মহড়া শুরুর বিষয়ে পারমাণবিক অস্ত্রে সজ্জিত পিয়ংইয়ং সতর্ক করে বলেছে যে, এই ধরনের মহড়াকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখা যেতে পারে।

ওয়াশিংটন ও সিউল উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক ও পারমাণবিক হুমকির মুখে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ফলে সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া উস্কানিমূলক নিষিদ্ধ অস্ত্র পরীক্ষা পরিচালনা আরও বাড়িয়ে দিয়েছে। -বাসস

সূত্র : দ্য ডিপ্লোম্যাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here