২৬/১১ মুম্বাই হামলা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পদ্মশ্রী সম্মাননা প্রাপ্ত উজ্জ্বল দেওরাও নিকমকে প্রার্থী করেছে ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। মুম্বাই নর্থ-সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রে উজ্জ্বল নিকমের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়। আগামী ২০ মে এই কেন্দ্রে নির্বাচন।
বর্তমানে ওই আসনের বিজেপি সাংসদ পুনম মহাজন। ২০১৪ এবং ২০১৯ সালেও মুম্বাই নর্থ-সেন্ট্রাল লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার বিজয়ী হন পুনম। কিন্তু এবার তাকে প্রার্থী করেনি দল, পরিবর্তে উজ্জ্বল নিকমকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।