ঈদের আগে উৎসব ভাতার দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

0

আসন্ন ঈদুল ফিতরের আগেই বেসরকারী শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে তারা একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বিভাগীয় কমিটির ব্যানারে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বক্তারা আসন্ন ঈদুল ফিতরের আগেই বেসরকারী শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

মানববন্ধন শেষে একই দাবিতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের সরকারি বাংলোতে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here