ইরানের সঙ্গে পূর্ণ যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: শীর্ষ মার্কিন জেনারেল

0

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন।

তিনি আরও বলেন, “আমি মনে করি একটি আঞ্চলিক শক্তি হিসেবে ইরানও আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।”

এবিসি নিউজ এক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার একই সময়ে সামরিক ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করবে।  

জেনারেল ব্রাউন বলেন, “আমাদের উদ্দেশ্য মার্কিন সেনাদের রক্ষা করা, পূর্ণ মাত্রার সংঘর্ষ বা যুদ্ধে জড়ানো নয়।”

ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি ব্যাখ্যা করে ব্রাউন বলেন, “অবশ্যই ইরান চায় আমাদের সেনাদেরকে আমরা ইরাক থেকে প্রত্যাহার করি। তবে আমরা কেবল তখনই জবাব দেব যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বেধে যাবে। তবে সেক্ষেত্রেও আমাদের সাবধানে পা ফেলতে হবে।”

রবিবার সিরিয়া-জর্ডান সীমান্তের আল-তানাফ ঘাঁটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার জন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়াদের’ দায়ী করেন এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। সূত্র: এবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here