ইরানের মানবাধিকার ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ‘নার্গিস মোহাম্মদী পশ্চিমাদের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার দরুন তিনি একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন বলেও খবরে বলা হয়েছে।