ইংল্যান্ডের কাছে শেষ ওভারে হারল বাংলাদেশের যুবারা

0

তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বড় ইনিংস খেলতে পারলেন না ওপরের সারির কোনো ব্যাটসম্যান। বড় পরাজয়ের মুখে প্রতিরোধ গড়লেন পারভেজ রহমান ও ওয়াসি সিদ্দিকি। জমিয়ে তুললেন লড়াই। কিন্তু কাজ শেষ করতে পারলেন না দুজনের কেউই। শেষ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ড যুবাদের কাছে ১৩ রানে হারল বাংলাদেশের যুবারা। 

ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। ৩২৩ রানের লক্ষ্যে তিন বল বাকি থাকতে ৩০৯ রানে গুটিয়ে গেছে আহরার আমিনের নেতৃত্বাধীন দল। তিন ম্যাচে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় পরাজয় এটি। সমান ম্যাচে ইংলিশরা পেল প্রথম জয়।

রান তাড়ায় দলকে ঝড়ো শুরু এনে দেন জিসান আলম। সপ্তম ওভারে আউট হওয়ার আগে এই ওপেনার ৩ চার ও ৪ ছক্কায় ২৮ বলে করেন ৪১ রান। জিসানের বিদায়ের পর দ্রুত ফেরেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামরা।  

চতুর্থ উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন আশিকুর, আহরার। ৬০ পেরিয়ে আশিকুর ফেরার পর শিহাব জেমস, মাহফুজুর রহমানরা উইকেটে টিকতে পারেননি। দলকে দুইশ পার করিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন আহরার।  তখনও জয়ের জন্য ৭৯ বলে প্রয়োজন ছিল ১১৪ রান। পারভেজ ও ওয়াসির জুটিতে আশা জাগলেও শেষ পর্যন্ত মিলল পরাজয়। ইংল্যান্ডের যুবাদের পক্ষে ৫ উইকেট নেন এডওয়ার্ড জ্যাক। মিচেল কিল্লির ধরেন ৩ শিকার। 

ম্যাচের প্রথমভাগে চার ওভারের মধ্যে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ। চাপ সামলে তৃতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন নোয়া থেইন ও হামজা শেখ। ১৪ চার ও ৫ ছক্কায় ১১৯ বলে ১২৬ রানের ইনিংস খেলেন হামজা। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৮৮ রানে থামেন থেইন। ১১৩ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন। মারুফ মৃধার শিকার ৩টি।  একই মাঠে আগামী সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর: 

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩২২/৯ (ডেনলি ২, ম্যাককেনি ২, থেইন ৮৮, হামজা ১২৬, অ্যালিসন ১০, বেঙ্কেন্সটেইন ২২, কেলি ৬, কারনি ২০, কিল্লিন ১৪, জ্যাক ৫*, বার্নার্ড ১*; ইকবাল ১০-০-৬২-৪, মারুফ ৯-০-৭১-৩, ওয়াসি ৮-০-৬৫-০, মাহফুজুর ১০-০-৪২-১, রিজওয়ান ৪-০-২১-০, পারভেজ ৫-০-৩০-০, আরিফুল ১-০-৯-০, জিসান ৩-০-১৮-১) 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.৩ ওভারে ৩০৯ (আশিকুর ৬২, জিসান ৪১, রিজওয়ান ৯, আরিফুল ৬, আহরার ৬৬, শিহাব ৫, মাহফুজুর ৫, পারভেজ ৬০, ওয়াসি ৩২, মারুফ ৭, ইকবাল ৩*; কিল্লিন ৮-১-৫৬-৩, বার্নার্ড ১০-১-৬০-০, জ্যাক ৮.৩-০-৫৭-৫, ডেনলি ৮-০-৩৮-১, বেঙ্কেন্সটেইন ৪-০-৩৮-০, থেইন ৭-০-৩১-১, হামজা ৪-০-২৫-০) 

ফল: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ১৩ রানে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: হামজা শেখ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here