আওয়ামী লীগ নেতা হত্যার জেরে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

0

ময়মনসিংহের তারাকান্দায় বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মারামারির ঘটনায় ভাগ্নের হাতে খুন হয়েছেন কামারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন (৪৫)। ৭ মার্চ মারামারি হয়। ১৮ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯ মার্চ সকাল ১১টায় নিজ বাড়িতে নূরুল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ওইদিন বেলা ১টার দিকে এ হত্যা মামলার আসামি আশিকদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কামারগাঁও ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান উজ্জ্বল জানান, জানাজা শেষে আমরা যার যার কাজে চলে গেছি। এরপর ১টার দিকে শুনতে পাই আশিকদের বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের লোকজনসহ ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভাই। কিন্তু কে বা কারা এ আগুন দিয়েছে তা জানা যায়নি। 

তারাকান্দার নতুন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতহারুল ইসলাম তালুকদার ও তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি ওয়াজেদ আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দোষীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here