অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে অনিশ্চিত শ্রেয়াস

0

পিঠের চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান চতুর্থ টেস্টের ৪র্থ দিন রবিবার (১২ মার্চ) ব্যাট করতে পারেননি ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। জানা যায়, শ্রেয়াস পিঠের নীচের দিকে ব্যথা অনুভব করছিলেন। যে কারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা সম্ভব হয়নি তার পক্ষে। দিনের প্রথম সেশনে ভারত তাদের চতুর্থ উইকেট হারানোর পরে শ্রেয়াসের জায়গায় ব্যাট করতে নামেন উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত। 

আগামী ১৭ই মার্চ থেকে মুম্বাইয়ে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শ্রেয়াস অনিশ্চিত হয়ে পড়েছেন। বিসিসিআই জানিয়েছে, শ্রেয়াস আইয়ার তৃতীয় দিনের খেলার পরে তার পিঠের নিচের অংশে ব্যথার অভিযোগ করেছিল। তাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বিসিসিআই মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণ করছে।

শ্রেয়াসের চোট আবার ফিরে আসায় এনসিএ’র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও একজন খেলোয়াড়কে ম্যাচের নামার অনুমোদন দেওয়া হয় কীভাবে তা নিয়ে আবারও অভিযোগ উঠছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here