অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হয়। ইহুদি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে চালানো এই হামলায় এক বন্দুকধারীকে অসীম সাহসিকতার সঙ্গে আটকে দেন আহমেদ আল-আহমেদ নামে এক ব্যক্তি। যাকে অস্ট্রেলিয়ায় এখন হিরো হিসেবে অভিহিত করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আহমেদ আল-আহমেদ সিডনিতে একটি ফলের দোকান চালান। অস্ট্রেলিয়ায় থাকলেও তার জন্মস্থান সিরিয়া। ২০০৬ সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।
৪৩ বছর বয়সী আহমেদ সিরিয়ার ইদলিবের আল-নায়রব এলাকায় জন্মগ্রহণ করেন। তবে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর নিজ দেশে আর কখনও ফিরে যাননি আহমেদ। তার বাবা-মা মাত্র কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় তার কাছে যান। এ সময় ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো বাবা-মাকে সরাসরি দেখেন তিনি।
তার দুই মেয়ে রয়েছে। যার একজনের বয়স তিন, আরেকজনের ছয়।
আহমেদের বাবা-মা জানিয়েছেন, বন্দুকধারীরা তার কাঁধে চার থেকে পাঁচটি গুলি করেছে। যারমধ্যে কয়েকটি গুলি এখনও তার শরীরে রয়ে গেছে।
মুসলিম হয়েও ইহুদিদের রক্ষায় নিজের জীবন বাজি রেখে এখন সকলের প্রসংশায় ভাসছেন এই সিরীয় অস্ট্রেলিয়ান।
তার বাবা-মা বলেছেন, “আহমেদ যে কাউকে রক্ষায়, যে কোনও কিছু করত। তাদের পরিচয়, ধর্ম কী, সেগুলো সে দেখত না। ওই সময় যা করার দরকার ছিল, তাই করেছে সে। যারা পথে মারা যাচ্ছিল, তাদের পরিচয় কী, সে ব্যাপারে কোনও কিছু চিন্তা করছিল না সে।” সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা,

