লস অ্যাঞ্জেলেস মাতালেন জেমস

0
লস অ্যাঞ্জেলেস মাতালেন জেমস

গিটারের সুরে, গলার জাদুতে ও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে নগর বাউল জেমস মাতিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশি কমিউনিটির আয়োজিত দু’দিনব্যাপী বাংলাদেশ মেলার শেষদিনে ছিল তার জাদুকরী উপস্থিতি। রবিবার (২৯ জুন) মেলার সমাপ্তি ঘটে ওপেন কনসার্টের মাধ্যমে।

হলিউডের আকাশজুড়ে যখন রঙিন আলোর ঝলকানি, ঠিক তখনই ঘোষণা আসে মাহফুজ আনাম জেমসের মঞ্চে আগমনের। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো আয়োজন। ‘লাভ ইউ গুরু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দর্শকসারী।

জেমস পরিবেশন করেন তার কালজয়ী গানগুলো। যেগুলোতে কখনও থাকে প্রেম, কখনও সমাজ বাস্তবতা, আবার কখনও শোক ও তীব্র আবেগের বহিঃপ্রকাশ। গানের তালে তালে মুগ্ধ শ্রোতারা নাচে-গানে মেতে ওঠেন। মধ্যরাত পর্যন্ত চলে এই রক-উন্মাদনা।

বিকেল থেকেই কনসার্টস্থল লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠে হাজারো মানুষ জড়ো হতে থাকেন প্রিয় শিল্পীকে একনজর দেখতে ও শুনতে। মেলার শেষ দিনটি কার্যত পরিণত হয় বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তির উৎসবে।

আয়োজকরা দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসার্ট উন্মুক্ত করে দিয়ে গড়েছেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। এর আগে মেলার প্রথম দিনে পরিবেশনা করেন জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’, স্থানীয় সংগীত দল ‘উত্তরণ শিল্পী গোষ্ঠী’, মাইম ও অন্যান্য শিল্পীরা। সবমিলিয়ে বাংলাদেশ মেলা হয়ে ওঠে এক অসাধারণ সাংস্কৃতিক মিলনমেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here