৭১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া

0

আইরিশদের বিপক্ষে গল টেস্টে মাঠে নামার আগে ৬ টেস্টে ৪৩ উইকেট দখলে নেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১৭৪ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়ার পথে একধাপ এগিয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। এতে টেস্টে তিনি স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট শিকারে ইতিহাস গড়লেন।

সব মিলিয়ে ক্যারিয়ারের সপ্তম টেস্টে ৫০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ ও ষাটের দশকের বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইনের রেকর্ডটি নতুন করে লিখলেন জয়াসুরিয়া। এতে তিনি ভেঙেছেন ৭১ বছরের পুরোনো রেকর্ড।

১৮৮৮ সালে মাত্র ৬ ম্যাচেই ৫০ উইকেট স্পর্শ করেন তিনি। সেই তালিকার চারে আছেন জয়সুরিয়া। সাত ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন সাবেক ইংলিশ পেসার টম রিচার্ডসন ও প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার।  

দেশের হয়ে খেলার জন্য ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সবটুকু ঢেলে দিয়েছিলেন জয়সুরিয়া। কিন্তু বয়স ৩০ হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়নি। কাকতালীয়ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন অভিষেক হলো তখন তার বোলিং দেখে অবাক সবাই। এমনকি করুনারত্নে নিজেও ভাবেননি এমন মুড়ি মুড়কির মতো উইকেট শিকার করবেন এই বাঁহাতি স্পিনার।

প্রথম তিন ম্যাচেই পকেটে পুড়েন ২৯ উইকেট। বাকি ২১ উইকেট নিতে অবশ্য চার ম্যাচ লাগে তার। এর মধ্যে ছয়বার পেয়েছেন ফাইফারের দেখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here