সুদান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে যাওয়া তুরস্কের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুদানের সেনাবাহিনী দাবি করেছে, প্যারা মিলিটারি ফোর্স আরএসএফ এর সদস্যরা বিমানটি গুলি চালিয়েছে। যদিও আরএসএফ এই দাবি প্রত্যাখান করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের বিমানটি রাজধানী খার্তুমের বাইরে ওয়াদি সেয়িদনা বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল। তখন এটিতে গুলি করা হয়। এতে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা (ফুয়েল সাপ্লাই সিস্টেম) ক্ষতিগ্রস্ত হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানে হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে কারা হামলা চালিয়েছে তুর্কি কর্তৃপক্ষ সেটা বলেনি। হামলার ঘটনায় কোনো হতাহতের তথ্যও জানায়নি তুরস্ক।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের সি-১৩০ বিমানে হালকা অস্ত্র দিয়ে গুলি করা হয়। তবে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। কোনো হতাহত হয়নি। বিমানটি মেরামত করা হয়েছে।’