এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক হয়েছে।
একটি হ্যাকার গ্রুপ ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে অন্তত ৫ লাখ ইউজার-ডেটা চুরি করেছে। অধিকৃত ভূখণ্ডে সম্প্রতি সিরিজ সাইবার হামলা চালানো হয়েছে। ৫ লাখ ইউজারের ডেটা চুরি ওই সিরিজ সাইবার হামলার সর্বশেষ ঘটনা ।
আতিদ একটি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে একটি ভকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র এবং ৪টি প্রকৌশল কলেজ রয়েছে। এইসব প্রতিষ্ঠান অধিকৃত আল-কুদসে গড়ে তোলা হয়েছে। ১৯৯০ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে আতিদ কয়েক হাজার ব্যক্তিকে ইসরায়েলের কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছে।
হ্যাকার গ্রুপটি আরও দাবি করেছে, তারা দখলদার ইসরায়েলের সামরিক ও পুলিশ বাহিনীতে কর্মরত ব্যক্তিদের নথিসহ ব্যক্তিগত তথ্য হাতে পেয়েছে।
শুধু তাই নয়, ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটও হ্যাক হয়েছে। বৃহস্পতিবার সকালেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজও হ্যাক করা হয়েছে বলে দেশটির বিভিন্ন মিডিয়া জানিয়েছে। সূত্র: ইস্টার্ন হেরাল্ড, মিডল ইস্ট মনিটর