ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গাছ চাপায় নিহত হয়েছে এক কিশোর চা বিক্রেতা। তার নাম আশরাফুজ্জামান (১২)।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুজ্জামান বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া মহল্লার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে।
জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার সালাউদ্দিন বিশ্বাসের মেঝ ছেলে আশরাফুজ্জামান প্রতিদিনের ন্যায় আলফাডাঙ্গা পৌর বাজার থেকে চা বিক্রি শেষে দুপুরের খাবার খেতে বাড়ি যায়। বিকাল ৫টার দিকে দোকানে ফেরার পথে বাকাইল গ্রামের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সে। এ সময় তার ওপর রাস্তার গাছ ভেঙে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে কানাইপুর বাজার নামক স্থানে পৌঁছালে রাতে তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। ছেলেটির বড় ভাই বছর খানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আবার ছেলেটির বাবা একটি মামলায় জেলহাজতে রয়েছে। ছেলেটির জানাজায় বাবাকে আনার জন্য (প্যারোলে) জেলা প্রশাসকের সাথে ও থানায় কথা বলেছি। তিনি বলেন, অসহায় পরিবারটির পাশে থেকে সার্বিক সহযোগিতার করার চেষ্টা করছি।