২৩০টি ট্যাংকসহ ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি সাঁজোয়া যান দিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মিত্র ও অংশীদাররা।
বার্তাসংস্থা এএফপি ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে সুবিন্যস্ত রাখতে ও রাশিয়ার অধিকৃত ভূখণ্ডের দখল ফিরে পেতে সহায়তা করার জন্য এসব উপকরণ দেওয়া হয়েছে।
স্টলটেনবার্গ বলেন, আমরা ইউক্রেনের মোট ৯টি নতুন সশস্ত্র ব্রিগেডকে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে প্রস্তুত করেছি। এতে অধিকৃত ভূখণ্ডের দখল ফিরিয়ে নেওয়ার অব্যাহত প্রক্রিয়ায় ইউক্রেন একটি বলিষ্ঠ অবস্থানে থাকবে। সূত্র: আল জাজিরা, সিএনএন