অবশেষে নির্মাতার ফোন, খুশি ‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার-সুরকার

0

অভিমান ছিল, ছিল আক্ষেপও। বাংলাদেশি পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার অন্যতম জনপ্রিয় ‘আটটা বাজে দেরি করিস না’ গানটির সুরকার এবং গীতিকার ভারতীয় নাগরিক মনিরুদ্দিন আহমেদ হলেও তার অভিযোগ ছিল এই ছবিটিতে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। অর্থাৎ এই ছবির ক্রেডিট লিস্টে তার নাম ছিল না। গণমাধ্যমের দৌলতে তার আক্ষেপ, অভিযোগ বা অভিমানের সুর প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। 

১৯৮৬ সালে নিজের হাতে ওই গানটি লেখেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি লালকুঠি গ্রামের বাসিন্দা মনিরুদ্দিন। পরে তার ক্যাসেটও বের হয়। সেসময় তাতে তার নামও ছিল। এক সময় ওই গানটি নিয়ে চর্চাও হয়েছিল। ব্যস ওইটুকুই! এরপর কার্যত প্রদীপের তলায় চলে যায় সে গানটি। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশি চলচ্চিত্র ‘হাওয়া’ সিনেমার দৌলতে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এই গানটি। 

বৃহস্পতিবার বিকালে নিজের বাড়িতে বসে মানিরুদ্দিন জানান, ‘আমার বড় ছেলের সাথে পরিচালক মেজবাউর রহমান সুমন ফোনে যোগাযোগ করেছেন। তিনি বলেছেন সিউড়িতে এলে আমার সাথে দেখা করবেন এবং আমাকে পারিশ্রমিক দেওয়ার কথাও জানিয়েছেন। আমি তাতে সম্মতি জানিয়েছি, ওরা যদি পারিশ্রমিক বাবদ আমাকে কিছু অর্থ দেয়, তাতে না নেওয়ার কোন কারণ নেই।’

‘হাওয়া’র ক্রেডিট লিস্টে মনিরুদ্দিনের নাম না থাকায় ফোন করে দুঃখ প্রকাশও করেন পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেছেন, আমি লেখকের নামটা জানতাম না, তাই দেওয়া হয়নি। যাই হোক আমি তার নামটা দেওয়ার ব্যবস্থা করছি।’

বাংলাদেশ থেকে যদি আমন্ত্রণ আসে তবে কি মনিরুদ্দিন যাবেন? এই প্রশ্নের উত্তরে এক গাল হেসে তিনি বলেন, ‘না, আমি হয়তো যেতে পারবো না। কারণ আমার শরীর সায় দেবে না। আমার অনেক বয়স হয়েছে। সেক্ষেত্রে আমার ছেলে যাবে। তাকে পাঠিয়ে দেব বাংলাদেশ ঘুরে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here