পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের পেছনে লেগেছে দেশটির সাবেক ক্রিকেটারদের একাংশ। সেই দলে এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিউইরা ২-২ ফলে সিরিজ ড্র করে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণে বাবরকে তুলাধোনা করে ছাড়েন কামরান, ‘তাদের ভুলের কথা বললে তারা কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলে এবং আমরা সমালোচনা করছি বলে অভিযোগ তোলে। কিন্তু আমাদের মনোযোগ তো তার নেতৃত্বে, পারফরম্যান্সে নয়। তাদের প্রতি আমরা অন্ধ নই!’