অভিনয় আমার ভালোবাসার জায়গা

0

‘খোঁজ দ্য সার্চ’র মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। টালিউডের ছবিতেও কাজ করেছেন।  রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। সম্প্রতি ববির ‘পাপ’ মুক্তি পেয়েছে; বেশ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত তিনি। তার সঙ্গে সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল

ঈদের শুভেচ্ছা। কেমন কাটালেন এবারের ঈদ?

অন্য ঈদের চেয়ে এই ঈদ কতটা স্পেশাল ছিল?

সব উৎসবই আমার কাছে স্পেশাল। তবে এবারের ঈদ আমার জন্য বিশেষ অন্য আরেকটা কারণে সেটা হলো, ঈদে আমার অভিনীত সৈকত নাসিরের ‘পাপ’ ছবিটি মুক্তি পেয়েছে।

পরিবারের জন্য ঈদে নিজেই রান্নাবান্না করে থাকেন…

ঈদে টুকটাক রান্না করি। চিকেনের আইটেমগুলো আমার বেশি পছন্দের। তাই সর্বদা চিকেন রোস্ট-টিক্কা-তন্দুরি করা হয়। আর ঈদ মানে চটপটি আমার চাই-ই চাই। এটাও আমি নিজে করি, পরিবারের অন্যরাও এটা পছন্দ করে।

দর্শকের সঙ্গে সিনেমা হলে ‘পাপ’ দেখা হয়েছে কি?

হুমম দেখেছি। কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে ভক্তদের  সঙ্গে আমরা সবাই ‘পাপ’ সিনেমা দেখেছি। আসলে দীর্ঘদিন পর আমার সিনেমা মুক্তি পেয়েছে। তাই দর্শকের সঙ্গে উপভোগ করতে ভালোই লেগেছে। আর সিনেমার জন্য প্রচারণা খুব গুরুত্বপূর্ণ। সিনেমা যতই ভালো হোক, বার্তাটা যদি দর্শকের কাছে পৌঁছানো না যায়, তাহলে সেটি সফল হওয়ার সম্ভাবনা খুব কম।
 

সিনেমাটিতে শায়লা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিতে নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করতে হয়েছে?

আমার অভিনীত এ ছবিটি মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একেবারেই আলাদা। এটি একটি ক্রাইম থ্রিলার ছবি। একটি নতুন জনরার ছবি। দর্শক নতুন স্বাদের কিছু পাবেন এখানে। কারণ এ ধরনের ছবি সাধারণত খুব একটা তৈরি হয় না আমাদের এখানে। আর আমার চরিত্রটিও একটু অন্যরকম। প্রথমবার এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার চরিত্রে অভিনয় করেছি। চেষ্টা করেছি বেটার ইফোর্ট দেওয়ার। আসলে প্রত্যেক চরিত্রের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম করতে হয়। ওই জায়গা থেকে এ চরিত্রটির জন্যও পরিশ্রম করতে হয়েছে। এখনকার দর্শকদের রুচি বদলে গেছে। তারা এখন ভালো গল্পের ছবি দেখতে চায়। রোমান্টিক, অ্যাকশন, ক্রাইম-থ্রিলার সব ধরনের গল্পই খোঁজে।

এমন কোনো পাপ করেছেন কি যা এই সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়?

আমি এখানে কোনো পাপ করিনি। যারা পাপ করেছিল তাদের পেছনে ছিলাম…হা হা হা।

নতুন সিনেমার খবর কী?

লন্ডনে নতুন একটি সিনেমার কাজ শেষ করে এসেছি। নাম ‘বেঈমান’। ওইখানে আমার দুটি সিনেমা করার কথা ছিল। তবে টাইম ও ওয়েদারের জন্য সেটা সম্ভব হয়নি।

সবাই নিজেকে চাইছে প্রমাণ করতে। সেই পরিপ্রেক্ষিতে এই চ্যালেঞ্জের একজন হিসেবে আপনার অভিমত কী?

১১-১২ বছর ক্রস করছে কাজ করছি আমি। মাঝে তো কভিডের কারণে কোনো কাজ হয়নি কারোর। দর্শক-ভক্তরা প্রায়ই আমাকে নক করছেন। আরও কাজ দেখতে চান আমার। কিছু চ্যালেঞ্জিং চরিত্র করেছি নিজেকে অন্যভাবে উপস্থাপনের জন্য। আমি মনে করি, এসব ভিন্ন ধরনের গল্প আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো কিছু।

সিনেমা ও ওটিটিতে একই সঙ্গে কাজ করছেন…

সিনেমা তো বড় কিছু। বড় বিষয়। আমি মনে করি, সময়ের সঙ্গে অনেক কিছু মানিয়ে চলতে পারাটাই উত্তম। ওটিটি এখন সময়ের প্রয়োজনে। এরপর হয়তো আরও বেটার কিছু আসবে। তবে সিনেমা হল এবং সিনেমা-এটা আমার কাছে ম্যান্ডেটরি। এটা লং লাস্টিং, এটা থাকবে সব সময়। শুধু অর্থ উপার্জনের জন্যই যে আমাকে কাজ করতে হবে, সেটা কখনোই ভাবিনি। ফিল্ম, অভিনয় আমার ভালোবাসার জায়গা। আমি দিন শেষে সিনেমাটাই করতে চেয়েছি; অভিনয়টা ঠিকঠাক মতো করতে চেয়েছি। আমার সিনেমা দেখতে যে ভক্তরা এতদিন হলে গিয়েছে টিকিট কেটে, জ্যাম ঠেলে তাদের আমি কখনই নিরাশ করতে চাই না। তাদের ভালোবাসা অনেক বড় পাওয়া। এই ভালোবাসাই আমার সামনে চলার শক্তি।

সিনেমা হলে দর্শকের ঢল…

খুবই ভালো লাগছে। সিনেমা আমার হোক বা অন্য কারও- এই সুসংবাদ সবার জন্য মঙ্গলকর। আমি খুবই আনন্দিত। আমি অভিনন্দন জানাই। সিনেমা হলে দর্শকের ঢল পজিটিভ একটা ব্যাপার, শান্তির ব্যাপার। এটা চলমান থাকুক।

কবে বিয়ে করছেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here