উত্তর কোরিয়াকে সামলাতে নতুন জোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার

0

গত প্রায় এক বছর ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে ভৌগলিকভাবে বিচ্ছিন্ন করা কোরিয়া প্রণালিতে একের পর এক বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার মধ্যেও পড়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে সৃষ্ট নিরাপত্তা সংক্রান্ত চাপ থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরওকে-ইউএস নামের একটি নতুন জোট করছে দক্ষিণ কোরিয়া। সিএনএনের খবর।

বাইডেন বলেন, ‘দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গভীর বন্ধুত্ব ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা একটি নতুন দ্বিপাক্ষিক জোট গঠনে সম্মত হয়েছি। আজকের দিনটি উভয় দেশের জন্য একটি উদযাপনের দিন।’

ইয়ুন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মিত্রতার বয়স ৭০ বছর। নতুন যে দ্বিপাক্ষিক জোট গঠনের ব্যাপারে আমরা সম্মত হয়েছি, সেটি কেবল একটি নিরাপত্তা সংক্রান্ত জোট নয়; বরং স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে দুই দেশের যে সাদৃশ্যপূর্ণ দৃষ্টিভঙ্গি— সেটির ভিত্তি আরও দৃঢ় করার প্রয়াস।

শেষে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। ইয়ুনের পছন্দের সব খাবারের পাশপাশি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত বিভিন্ন খাবারের পদ রাখা হয়েছে সেই নৈশভোজে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here